প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 19, 2025 ইং
দুর্ধর্ন্ত্র কার্যকলাপের মাধ্যমে, সিয়াম এর বুকে গুলি করে, ১৫ লক্ষ টাকার স্বর্ণ অলংকার লুটপাট!

আক্তার, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি।
১৮ই ডিসেম্বর, রোজ বৃহস্পতিবার, অনুমানিক ৮, ৪৫ মিনিটে, বাপ্পিচক্র ঋষিপাড়ার, ইমান আলী তিন তলা বিল্ডিং এর, একটি রুমে আটকে, মোহাম্মদ আলম, তার সহকর্মী, পন্ডিত শাকিল ,ময়দা আকাশ, জনি, পম শুভ, কাদির, উকিল, বিল্লাল গং, ১০ লক্ষ টাকা দাবি করেন সিয়ামের পরিবারের নিকট,
টাকা না দেওয়ায়, আলমগং, সিয়ামের বুকে একটি গুলি করে এবং সিয়ামের বাড়িতে গিয়ে, আলমারি, শোকেস, ভেঙ্গে ১৫ লক্ষ টাকা স্বর্ণালংকার নিয়ে যান, যাওয়ার সময়, সিয়ামের, ভাইয়ের, ও বাবার, তিনটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়,
পরবর্তীতে, নারায়ণগঞ্জ মডেল থানার পুলিশ গিয়ে ইমান আলীর তিনতলার বিল্ডিং এর রুমের থেকে সিয়ামকে উদ্ধার করে, নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেন,
সংবাদকর্মী জানতে পারেন এলাকাতে, উক্ত ইমান আলীর তিনতলায় বিল্ডিং এর, মধ্যে মাদক, ব্যবসা যৌন ব্যবসা দীর্ঘদিন যাবত করে আসছেন আলম ও তাহার সহকর্মীরা,
সংবাদ লেখা পর্যন্ত এখনো নারায়ণগঞ্জ মডেল থানায় কোন মামলা করা হয়নি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24